সাগরে লোনা দুর্যোগ,
ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে ওলট-পালট সমাজ-প্রকৃতি,
ধ্বংসই অমোঘ।
হাতে গোনা শিকারী জেলে- বাঁচাতে বেসাতি,
জাল তুলে মাছ পায়না কপালে।
আছড়ে আছাড়ে মাছেদের শবযাত্রায়
অসহ্য অগণিত জেলিফিশের মহোৎসব;
বাঁচাবে সে স্বজাতি!
দ্রুত অতীত স্মৃতি ভোলার রিসেট রূপান্তরে
সেজেগুজে নান্দনিক সাজে ঘুরে বদ্বীপ উপকূলে।
পানিতে নাচে, দারুণ ছন্দ;
জেলের জালে বা সৈকতের বালুতে নিরানন্দ!
১৭ই নভেম্বর ২০২৪