সবার কথা শুনি
খোলা মনে বাস তোমাদের সাথে
সেটাই বিশ্বাস।

মনে ভিত গাড়ি
ঘুরে ঘুরে চলি সকল বিশ্বাসে
সেটাই বিশ্বাস।

হবে না চার আনা
আমার দু'আনা তোমার দু'আনা
সেটাই বিশ্বাস।

নড়াইল, ৮ই সেপ্টেম্বর ২০২১