তাপের অতিদাহের দেহমন পোড়ানো জ্বালাতনে
পিচঢালা রাজপথের সরষে গলনে
ক'দিন আগের সংযম পাঠ রমযানে
বিশ্রামে সবকালা সংঘাত ছেড়ে
গ্যালন গ্যালন জল গলে গলে প্রয়োজনে..
মন আমার গলে যায় প্রেমের আলাপনে..
সুরতাল বেশ মিলে
কালাচাঁদের ঝাঁঝির ঝংকারে প্রেমের কাব্য শুনে শুনে
ভাব আমার বায়ুর সনে
চোখ রাখি বৈশাখী গর্জনে
ভালোবাসার নির্মল বর্ষনে...
২৫শে এপ্রিল ২০২৪
অনুপ্রেরণা ও উৎসর্গ: প্রিয় কবি আজিজ বিন নুর, এ আসরের কবিতা "ঝরুক পালাগান"।