অনাচারের বয়স- ধরায়, বাড়ায় জং;
ধাতব যৌবন ক্ষয়ে যায়।
কত আর ঘষা যায় ফিরে পেতে রঙ!
খড় বিচালির গবাদির সংসার,
আদর সোহাগের সকাল বিকাল গোবরে লেপাই,
অযত্নেই রক্ত লালে উঠোন ভাসায় জবা।
হাসনাহেনা কি ঝিঁঝির ঝিমে সন্ধ্যাগুলো ঢাকে?
কচুরিপানা জমে জমে বিল গেছে ভরে।
বখাটেপনা ঝিমায় ও-দিকের চৌরাস্তার মোড়ে,
চায়ের আড্ডায় ধোঁয়া আর কুয়াশা- ভাই ভাই কাতরে;
জেগে আছে লাল চোখ অস্ফুটে ধূসর পটে।
কোন এক পাগলী
ক্ষণে ক্ষণে সুর তুলে বিষন্ন রাতে,
"ভোর হলো দোর খোলো..খুকুমণি ওঠো রে.."
৬ই নভেম্বর ২০২৩
কৃতজ্ঞতা: "ভোর হলো দোর খোলো.."- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।