মনেতে চেরাগ নাই- গানে নাই
মেঘ ডাকে নাই
গাঙ এখনো ডাকে নাই- তাই ব্যাঙ ডাকে নাই।
কোষে পাত্তি নাই
খাম্বায় ধামাক্কা নাই; নীচে ঈশ্বরচন্দ্র
পুঁথি পড়ে বাত্তি জ্বালে অনন্ত!
আমিও তেলের খোঁজে ভেন্না
যদি ফিরে পাই বাংলা-
হে আমার মেয়ে, কাজলে হীরক কাঁটো কান্নার জ্বালা!
৩রা জুন ২০২৩