মর্মের বর্মে খোলশের ভারে কচ্ছপগতি,
মানবের উভচরে রতি;
চেনা দন্ডমূর্তি তার, ভেঙে দিছে আজ
বাইরের লোক!

অথবা, বাইরে থেকে আনা লোকেদের
শত বছরের চালু চাষের আলু
এখন বাজায় তালু  নিঙড়িয়ে জল
লোনার মানুষ- নতুন চেহারার বাইরের লোক।

গরীবেরা কচলিয়ে পেট-ক্ষুধা
মুখে অধিকার, বৈষম্য সমাচার, ইত্যাদি চিতকার।
নিঙড়ে নিঙড়ে জল ঝরে, দড়ি কটা হলে-
বাঁধে পুরনোদের- নতুন তাজা বাইরের লোক দরকার!

৩১শে জানুয়ারি ২০২৫