সংগ্রামী জীবন
নিজ নিয়ন্ত্রণে রাখা চাই,
শিকড়ের টানে লাটাইটা নিজহাতে রাখি;
মধুসূদন হয়ে সাগরদাড়িতে ভিড়তে পারি নি।
কীর্তনখোলার বরিশালের
মায়ের আঁচল আর দ্বীপের মায়া বুকে নিয়ে
দ্বীপ হতে দ্বীপে
কাঁদতে কাঁদতে ফিরে আসি অবশেষে
মা'র স্নেহ কোলে।

হে বন্ধুবর-
কলমের সাথী আমার,
কীর্তনখোলার ওই আর্তনাদ,
তোমার প্রজ্ঞা- তোমার সৃষ্টির স্মারকগুলোই দেশে দেশে
বিমূর্ত হয়ে রয়ে যায়।।

ঢাকা, ২২ শে মার্চ ২০২১

পটভূমি: দেশের মায়া ছেড়ে বিদেশে, বিভিন্ন দেশে জাতিসংঘে চাকুরীরত বরিশাল নিবাসী প্রিয় বন্ধুর অকাল মৃত্যুতে শোকাভিভূত।