সাগর তলে বিরতিহীন
দোলন আর কম্পন লাগে শৈবালে;
কম্পনের স্নায়ুরোগ পারকিনসন
ঠেকাতে চায় ডোপামিন, মস্তিষ্কে না পেলে
বিকল্প খোঁজে সাগরতলে বিরতিহীন...
মানুষের চলন অবকাশ চায়;
সদা কম্পমান শৈবালের ক্যান্ডি হলে মন্দ নয়।।
১৩ই জুন ২০২৪
প্রেক্ষাপট: সামুদ্রিক শৈবালের নির্যাস থেকে সাবান ও ক্যান্ডি উদ্ভাবন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল।