কবি বলে জীবনের কথা, নদীর কথা।
খোদা বলেন মানুষ হও ;
বাঁচবার কথাও বলেন।
সবাই বলে স্বাধীনতার কথা; সবাই চায় কিনা!
আমি ক্লান্ত, আর খুঁজবো না- ভীতু হবো!
জোকার হবো-
মুখোশ পরে নদী দেখবো, মানুষ দেখবো।
আর খোদার কৃপা ধরে
বাঁচার অবকাশ খুঁজতে আকাশমুখী শুয়ে নীল টানবো..যতটুকু স্বাধীন..
১৩ই অক্টোবর ২০২৩