হৃদে চাওয়া-
যদি দেখা মেলে সুহৃদে।
উচ্ছল হাসি হয়ে গেলো বাসি
এতদিন পরে সখা মানস হৃদয়ে ভাসি।

তুমি যে এখন নব্য জগতবাসি, অভিনন্দন!
নিও না সাথে আমাদের ক্রন্দন,
তোমার শবে ওই দূরে অনুভবে আঁচড়ে-
বয়ে নিবে বাতাসী।।

৫ই জুন ২০২৩

নোট: সুদূর কানাডায় সদ্য প্রয়াত জ্যেষ্ঠ বন্ধু স্মরণে।