দুরন্ত প্রত্যয় ডানার ভাজে
বিচরণ পথ খোঁজে উড়ন্ত পাখি;
দেখে দেখে চলা- জীবিত খোঁজ।

ডেকে চলা আজানের সাথে চলো।
এই প্রত্যুষে সাথীদের নিয়ে অনবদ্য কোরাসে
সুর তুলে মুসাফির দল গায়-
"ফুটেছে তো ভোরের আলো! "

৯ই মার্চ ২০২৫