নিজের ঘরে চায় ভাড়াটে-
জন্মের ভূমিতে।
ডাক তো আসতেই হবে হিমালয় ধরে..
শীতল সমীরে।
অন্য ভূমিতে বেগানা হাঁটি আর খাটি..
ঘুম যাই ভাড়ায় খাঁটি; আমি ভাগা লম্পট নারে।
টেনে ছুঁড়ে ফেল ওই ওয়াগনার' এ-
ফের তেপান্তরে।
গাভীর দুগ্ধের বটিকা চিবোতে চিবোতে-
নেপালী তরুণেরা মস্কোর পথে রক্তের পুরনো স্রোতে;
গুছিয়েছে- চলে ঘাড়ে পটলা
বউ পোলাপানও হাঁটবে পথে;
যদি না পড়ে মরণের জটলা।।
২৭শে জুন ২০২৩
প্রেক্ষাপট: সম্প্রতি ভাড়াটে সৈন্যের চাকরি নিয়ে মস্কো ছুটছে অনেক নেপালী তরুণ।