পেয়ারা গাছে,
রাতের চোর বাদুড়ের সাথে আমি যে আলোর বাঁদর।

নতুন গৃহের সজ্জায়,
গাছ সেটি এখন মাত্র স্মৃতির মজ্জায়।

বাদুড়ের ঝাঁকও গাছের সাথে কমে,
নেই- শত্রুতা নেই; বন্ধু কি নেই?

এখন উথলে জীবন,
এখনো যে আছে রবির কিরণ;

আমার ভালোবাসা জ্বলে উনুনের তাপে, পাতিলে দমে!

খুলনা, ১লা জুন ২০২৪

অনুপ্রেরণা ও কৃতজ্ঞতা: "শত্রু তুমি বন্ধু তুমি, /তুমি আমার সাধনা ", চলচিত্রের জনপ্রিয় গান। বাংলা ছায়াছবি 'অনুরাগ', জনপ্রিয় শিল্পী আব্দুল জব্বার, কথা মাসুদ করিম, সুরকার সুবল দাস।