থেমে যায় শুভ
এ সকালে যদিও মন দিয়ে শুনেছি চড়ুইয়ের ডাক।
থেমে যায় শুভ
এ রমজানে ছুটির দিনে যদিও পরিবার আজ একসাথ।
দু:স্থ যদি স্মরে, মন পড়ে আছে, সেবালয়ে কেবিনে-
থেমে যায় শুভ।
বাজারে ঊর্ধ্বগতি, বিনিময় মিলে না এ জীবনে-
থেমে যায় শুভ।
তারপরও শুভ হোক- তোমার আমার হাকডাক,
মানব-প্রকৃতি শুভ থাক, ভালো থাকো জননী ;
প্রভু আছে সাথে
সব ধ্বংস, সব সৃষ্টি, তাঁরই ভালোবাসা- সবার অন্তরে।।
পহেলা বৈশাখ ১৪৩০, ১৪ই এপ্রিল ২০২৩