আমরা নক্ষত্রের রাতে।
খসে পড়া নক্ষত্র নিয়ে
কিইবা মন্তব্য করা চলে;
সেতো বিধাতার হাতে।
দলছুট সম্পর্ক নিয়ে
কিইবা মন্তব্য করা চলে;
শুধু দেখি বোধের আকাশে
জ্বলজ্বলে আলোর কান্না!
আমার সময় সমাজে।
বুকফাটা চিতকারে-
অ-বোধের গন্ড বেয়ে-
সব টান ছিন্ন করে-
নোনা স্ফটিক হয়ে
ভালোবাসার স্মারকে
মনের মিউজিয়ামে জমা হয়
বা মিলিয়ে যায় চিরতরে।।
নড়াইল, ১৮ই মার্চ ২০২১