১.
মৃত্যু-ধ্বংস-লয়এ ঝরে কান্না।
অভাবেও কান্না।
অভাববোধে আসে বিষন্নতা।
স্থির শুকনো পলকে জানালা খুলে আকাশ দেখা।
২.
অভাবের শূন্য আকাশে যদি কোনো মেঘ ডাকে
যেমন বিপ্লবীর হাঁকে-
আবেগের তোড়ে আসে ক্ষনিকের জলধারা;
ধুয়ে যাবে আজকের ক্লান্তি।
৩.
আমাদের কারখানায়- হররোজ নেশার বিপ্লব রচি ;
বুকে আগুনের ফুলকি।
আলোয় উদ্ভাসিত-
শিল্পীর ঘামে ঝরা উল্কি।
৪.
মশালের আন্দোলনে দোলে প্রাণ ;
স্বাগত দোলে লোকালয়, দোলে দেশ।
মুক্তির স্বাদে দোলে জাতি,
দোলে অভাবি বিশ্ব।
৫.
কে জানে কে চেনে,
কোন শিয়ালের মুখে, স্বাধীনতা হবে, আবার বেহাতি।
৬.
ধুঁয়ে যায় আশা; ফিরে আসে বিষন্নতা।
ভালোবাসার মৃত্যুতে আবারও ঝরে কান্না।।
নড়াইল, ৯ই মে ২০২২