পড়েছি গনতন্ত্র,
পড়ছি পুঁজিতন্ত্র,
কপচিয়ে কফির সাথে পান- সমাজতন্ত্র।
আমি কিন্তু ছেলে ভালো, হার্ড কভারে চলি।
জেনেছি, নাকি ছিলো, এক কৌটিল্য ;
অর্থ নিয়ে বেবাক ভেবে-
অর্থশাস্ত্র রচেছিনু; এগুলো থাক!
ও বেণু, নিয়েছি পাঠ,
আধুনিক পন্ডিতের এষনা,
করি বাহারি গোলামীর গবেষণা- সুটেড, বুটেড;
চলছি আমি সেমিনারে খাই,
মোটেও নয় গাজাখুরে, মিডিয়ার লোকেরা ঠিকই ধরে নেয়।
তবে, বেণু বলছে-
কোথায় নাকি দেখেছে, ধূলিমাখা টাকা উড়ছে ফাঁকা।
মরে না কেনো তেলাপোকা গুলো!
আজগুবি! বড্ড আজগুবি ধূসরতন্ত্র!
তোমরা যাই করো বলাবলি-
আমি কিন্তু ছেলে ভালো, হার্ড কভারে চলি।
৩১শে অক্টোবর ২০২৩