আমার কাছে খুদকুঁড়ো নেই,
কে জানেনা-
ডাকাডাকি কেনরে করিস, অবুঝ প্রাণ।
ব্যাটা শালিক! ঘর ছাড়া তুই.. ঘ্যানর ঘ্যানর..
কান ধরিয়া এই প্রভাতে ঘুম ভাঙালি ক্যান।
ওমা! লাফায় লাফায় আওয়াজ বাড়ে
বেটার, বাটে-- বাংলা গুলে রাস্তা চলে, কারে শাসে?
চড়ুই-শালিক ভয় পেয়েছে,
উড়ে সরে;
মেহেদী তার লাল ছেড়েছে দাড়ির সাদায়।
শৈশব যে বড্ড কাঁদায়!
ঘুম ছেড়ে যে আজ উঠেছি
ঘর ছেড়ে দে' খোলা হাওয়ায়।
শুভ সকাল।
১৮ই সেপ্টেম্বর ২০২৩