বায়ে যদি থাকে আজ্ঞাবাহী, দুনিয়াদারী-
আমরা ডানে আছি
কাছাকাছি
অস্পৃশ্য, অস্পষ্ট বা অদৃশ্য
মলিন স্নিগ্ধতায় সরব
হৃদয়ের কানে যদি বাজে
অনুচ্ছ স্বরের প্রার্থনা
আমাদের ভাষা বিনম্র কলায়
মাটি-রসে প্রাণ পেয়ে
আকাঙ্ক্ষার জলে সিক্ত হয়ে
ফুল ফোটাতে চায় তোমার প্রজ্ঞার
আজ্ঞার সৌরভে ন্যায্যতার সুগন্ধে
রাজদণ্ড যেন আরো বিকশিত হয়।
স্রোতে স্রোতে সৃষ্টি হবে তবে- অনুপম সৈকত
ঘুরবে বায়ু সফল বলয়ে
পরিধি বাড়িয়ে দন্ডের;
তবেই হবো সফল ফকির
পথে ঘাটে বেড়াবো আবার
নেচে গেয়ে তা তা ধীন ধীন।।
নড়াইল, ১৭ই মে ২০২১