এভাবে সুন্দর গোছানো
আমার সুখ বিছানো- ভিজে গেলো বিছানাটা!
জানালাটা, খোলাই তো থাকে ও-ই বাতাসের জন্যই;
হে খোদা, আমার গিন্নী বলবে কি?
বেয়াদব ঝড়!
যেভাবে ও-দিন হুড়মুড় করে
টিসিবি'র লাইনে আমার ধাক্কায় গেলো পড়ে
প্রিয়দর্শিনী রমনী-
আমি কি সত্যিই দু:খিত বলেছি!
পহেলা এপ্রিল, ২০২৩