বদ্বীপ উপকূলে, তুলশী তলে- প্রদীপ জ্বলে;
বাতাস টানে মঙ্গল।
গতি তারে টানে এ' বসন্তে আছড়ে পড়া উল্লাসে;
অবস্থান যদি হয় দক্ষিণের ঢেউ তোলা অঞ্চল।
দৈত্যাকার গিরিখাতে,
ধীরে ধীরে ওষ্ঠপুট ভিজে যায় অশ্রুতে।
হিমালয়ের মায়াবী কান্নায়, বাতাসে ক্রন্দন ভাসে।
বাতাসের দোলাচালে
উল্লাস-বিরহের প্রতিযোগি সুরে,
নতুন নতুন জেগে উঠা চরে
অজস্র ধ্বনির সঙ্ঘের সুরে নবলালে কেউ প্রেমে পড়ে;
কেউবা বিরহিত প্রাণে প্রাচীন-অতীত স্মরে।।
১৮ই মার্চ ২০২৫