আমি নই বিভীষণ,
বা কলঙ্কিত পরিণামের কারণ;

প্রাণান্তকর তোষামোদি,
থাকে যদি আরামদায়ক গদি,
সেরকম হিফাজত খানা খুলে
চর্চায় আছি সকল বিশেষণ-

আপনাকে যে স্যার, মানতেই হবে দেবতা একজন!

১১ই এপ্রিল ২০২৫