বন্ধু অনেকে
রোগে শোকে তাই
বসন্তের বার্তা কে দেবে ভাই!
ঢিলা করে তার
বয়সী জীবন
শোনায় বাসি বসন্তের বাঁশি,
কোকিল খুঁজি না;
না ফুলের শোভা,
অপেক্ষায় খুঁজি কোথায় সাথী...
বন্ধুর নিবেদন,
ভালবাসার টান,
এই হোক এবারের বসন্তের দান।।
১৩ই ফেব্রুয়ারী ২০২১
প্রেক্ষাপট: করোনা মহামারীর সময়কাল।