ছনের ঘরে থাকি
প্রভুকে ডাকি, আছে জমিজিরাত- আমি চাষা।
আছে কুদরতি দান- পোলাপান,
রাজাকে সালাম-প্রণাম; বিনয়ে ভাষা,
যেমন নরম ক্ষেতের শীষ- রক্ষায় চাই সবার আশীষ।
পাঠশালার পাঠে- লাংগল ফলা বেগে ছোটে;
আমার ছাওয়াল শিক্ষিত বটে।
ও জরিনা, আর খেলিস না কিতকিত;
আসবে মেম বউ।
ইংলিশ টয়লেটে তাড়াবো ভূতের ভাও;
কনকনে শীত, কাল সে বেলা- গাও না হেমন্তের গীত।
চলছে বেলা - হাসতে হাসতে বসন্ত আসে।
ছন পড়ে থাক ভেলায় বেলা-
অবকাশে শুভ্র সাদা কাশে;
ফুলেল শুভেচছায় বসন্ত আসে।।
৭ই আগস্ট ২০২৩