সাগর সাগর নদীতে -
ধাবমান জোয়ারভাটার দোল,
শেয়ালি হাসিতে খেয়ালি চাঁদ টানে-
ঝিলিকে ঝিলিকে শালুকের রেণুতে পুঁটির বংশ,
জল পেলেই চলে দলেদলে হংসযাত্রার পালা

অগভীর জলে মহিষের চোখ প্রশান্তির নীরবতায়;
নামাজের ডাক বা শঙ্খধ্বনি বাতাস নাড়ায়

বারোমেসে বাতাস ঘুরে বসে পড়ে টঙ্গীর এস্তেমায়,
অথবা, হাজারো ঘড়ায় পূণ্যের স্নানে-
আমার গৃহস্ত প্রবাহপাড়ে
চিকচিক লাবণ্যে জল গড়ায় ;
অথবা, ধেয়ে ওঠা জলের তোড়ে পাহাড়ের বাঁকে
মরাকাঠের গোলগোল গুড়িতে
গেরুয়াসাজে চম্পাসুরভিতে কেউ পায় নির্বাণ।

আমি বাংলা, বহমান-
অনির্বাণ।

আমাকে বুঝিতে বারোমেসে বায়ু,
বারোজাতি, তাদের নাতিপুতি, বয়ে আসে চিরকাল।

১লা মে ২০২৪