এই রমজানে মৃত আত্মারা মুক্ত।
বাগানের ফলমূল ভরে
শক্তির ভরে ক'টা ওয়াগন করা যায় যুক্ত!
বিশ্বাসের সুড়ংগে চলতে থাকে মন-
বারবার দেখা হয়, একই স্টেশনে গমন।
এইতো সেদিন যারা হেসেছিলো একসাথে-
আমরা এখনো বেঁচে আছি তাঁহাদের অনুদানে।
শ্রমের বেলা শেষে আলোড়িত স্নানে-
মুখ লাল করে পানে-
কম্পনে কম্পনে মধুমতী জল টানে-
ধুলো আর লোনা ঘামে।
কিছু ফলমূল রেখে যাই ঘাটে ঘাটে।
আবার মুক্ত সে নদী, ছুটে চলে নিরবধি ;
আমার দেহের কোষে গ্রন্থিত হয়ে থাক না কিছু স্মৃতি।।
নড়াইল, ৪ঠা এপ্রিল ২০২২