গম চাই দ্বারে দ্বারে...
পোকাধরা গম নিব না আহারে।
এই যেমন গায়ে চাই সনাতনী চীনা সিল্ক, তুতের সাটিন-
লালা ঝরা শর্করা,
আহা! বাড়বে বাড়ুক ভোগের বাড়া,
কমে যাক সংগ্রামী ধারা- সাংস্কৃতিক প্রোটিন।

পুষ্টিকর স্বপ্নের যাদুতে,
একদা এক বঙ্গবিজ্ঞানীর তুড়িতে,
উঁচিয়ে তোলা তর্জনীতে- তোলো ঝুড়িতে ঝেড়েঝুড়ে;
তলে তলে ফলেছে কিছু বাংলার ক্ষেতে।।

স্থানীয় প্রজাতির গমক্ষেত, মুকসুদপুর, গোপালগঞ্জ।
২৪শে মার্চ ২০২২