আমি চলতে চাই
বন্ধুদের সাথে
আমার সময়ের সমাজের সাথে
তোমার ভঙ্গি
আমার জিজ্ঞাসা নয়
বিশ্বাস ধর্ম কর্ম মোটেও নয়
তোমাদের মাঝে
আমাকে খুঁজে আনন্দে ভাসি
তোমাদের সত্তার
টুকরো টুকরো ডায়মন্ড নিয়ে
সাজাতে চাই আমার আমি
আমার মতো করে
পরম আন্তরিকতায়।।
১৮ই জানুয়ারি ২০২১