জনসমুদ্র;
হেমন্তের সোনালী রোদে মানুষের ঢল।
হৃদয়ের কাছে তারে টান;
চাটগাঁ, অবহেলিত আনোয়ারার বিরহের অবসান।

হতে পারে প্রতিবেশী সমুদ্র,
যতই হোক সে রুদ্র, চাই যোগাযোগ-
সুয়েজ বা পানামার খাল;
পানি কেটে চলে বোধ আর বোঝাই মাল।

প্রতিবেশী জনসমুদ্র,
কোনও কোনও সময়ে বোধটা ভিন্ন,
যোগাযোগ ছিন্ন ;
যোগাযোগ, সভ্যভব্যতা অথবা মানবতার পাঠ বিচ্ছিন্ন!

অথচ পাশেই শিউলির সুরভি।
বাতাসের দমকায় সকালটা ভরে গেলো ;
জানালাটা কী বন্ধ ছিলো!

২৮শে অক্টোবর ২০২৪