১.
কলার ধরে ডলারে রাজি
যদি থাকেন বা'জি- আপ'নে রাজি;
খরচে খরচে হইলেন এবার, সৌদি রিয়াল হাজি।

২.
মাছে মাছে সাজে বাসন-বর্তন,
যেমন, কড়কড়ে কই ভাজা, সেই তো মজা- আহারে!
অগণিত কিলবিল চোখ- হাওরের বোয়াল চাখে,
আর ব্যান্ডের তালে তালে-
রাধুনির করো গুন কীর্তন!
তাতেই, সমাজ-রাজ পরিবর্তন।

১লা মার্চ ২০২৩