জীবনের বাঁচা বানের জলের মতো-
চলে আড়াআড়ি।
ডুবলে খাড়া, বিনাশে শান্ত;
থাকলে ভেসে, আমনপ্রাণে উলম্ব বাড়াবাড়ি।
খড়কুটাও ভাসে,
আর কাতরায় জেগে থাকা পাড়ে বা মগডালে।
বাঁচতে যে চাই,
হাতে তাই, সাপমারা ছড়ি।

২৬শে মার্চ ২০২৫