সময় যায়-
নদী হলে গড়াবেই পানি।

যেমন, সাজবে নতুন, টেবিল বিছানা খাট;
নেই প্রয়োজন, তবু চলতেই হবে বিভ্রাট।
সময় যায় -দেখেছি মা'কে, এখন বৌ'কে।


সুস্বাস্থ্যের বায়ু বদল
নদীর বাঁক বদল, স্বাচ্ছন্দ্যের চল ভেবে তল
নজর বদল নাকি জীবনের কাহিনি।

গলার হার, নাকের নোলকের কষ্টে বদল,
তারপর দেখি হঠাৎ অচল- নেই পানাহার ;
বঙ্কিম পথ বলে, এবার কি অন্তিম বদল?

২১শে মে ২০২৩

অনুপ্রেরণা : "Fiction is the only way to redeem the formlessnes of life." - বৃটিশ ঔপন্যাসিক মার্টিন এমিস।