১.
মোরগের ডাকে হায়না জাগে,
মুরগির পাখে ব্যাঘ্রর ওম;
উভয় শ্বাপদের লালা ঝরা, মজার রসনার রস সোম।
জন্তুরা বৈঠকযোগে চামড়ার কুঁচকি সারাতে
বিশ্ব-রাজধানীতে পরমায়ুর ডন করে-
"শিকারের মায়াকান্নার হাসিতে, হাসি না।
চাই না, ফাঁসতে হতে অমানবিক;
দাতা হলে, হয় হবে দানে- দানা আনবিক। "
খোদার দরবারে খুঁজতে থাকে শাহবাগ,
কর্কশ স্বরে চিরায়ত চিতকারে শোনায় বিহগ-
সার্বভৌমত্বের বাগ।
বয়কট দিয়ে বিহঙ্গ পালিয়ে যতটুক উড়াল,
বায়ুর ভরসায় ছুঁড়বে গরল মল,
প্রতিপক্ষ শ্বাপদের শির অঙ্গে;
সে যে শাহবাগী মুক্ত বাক।
ইতিহাস ধরে খায় আর গায়, "চিতকার সাথে থাক!"
২.
নানা-নাতনির চির বিপ্লবী দেশে
প্রতিবেশির ডিম খেয়ে সুবোধ প্রণাম নয়,
সবোধ নাসিকায় প্রাণায়াম;
তীব্র প্রশ্বাসের প্রতিবেশে, টিউবের টানে বায়ুর ধাক্কায়-
দৌড়ে সেনাপতিগণ পাল্টা পাল্টি পাহাড়ে,
যেমন বাংলার ইলিশ ছোটে উজানে হুতোশে।।
২৩শে সেপ্টেম্বর ২০২৪