এতো এতো দেশি-বিদেশি বড়শি ওয়ালার ভিড়ে
তোলপাড় তলপর।
আকারে ছোট সে জলাশয় ঘিরে
শিকারী বিকারে,
মাছেরাও বিকারে, ঘোলা জলে বেঁচে থাকাই কষ্টকর।
যাচ্ছে বছর, অভিনন্দন সকল মাছেদের ও শিকারীর।
সংগ্রাম চলবেই, বঞ্চনার আগ্রাসনে;
সংগ্রাম চলবেই, খঞ্জনার লেজসম্বল লম্ফনে...পছন্দের গানে গানে...
৩০শে ডিসেম্বর ২০২৩