গ্যালাক্সির সব গ্রহ-তারা
উন্মাদনায় প্রকম্পিত;
দেখে তাঁরা নতুন তারা।
অভিনন্দনে
ব্যস্ত এই মহান পরিবার।
আত্মার বাঁধনে বাঁধি, হে আত্নীয় আমার-
ভালোবাসার টানে টানে
উড়ে চলি, ছুটে চলি;
বিধাতার সৃষ্টি পায় নিশ্চয়
স্নিগ্ধ সফল আলোর জ্যোতি।
মংগল প্রদীপ জ্বলবে বাংলায়।
তোমার রেড়ির তেলের প্রজ্ঞায়
তিনপ্রস্থ সলিতা জ্বেলে ব্যাটনটা দিও
অনুজ ওই আগামীর হাতে।
আরো মহান হোক পরিবার!
নগন্য গ্রহ সমাজের
প্রার্থনা, চাওয়া আজিকার।।
নড়াইল, শুক্রবার, ১১ই জুন ২০২১
পটভূমি: নব নির্বাচিত কোনো এক সামাজিক সমিতির দায়িত্ব গ্রহণে শুভেচ্ছা কবিতা।