আমরা কাঙাল বিনিময়ে চলি;
ডলারের ডলাডলি, চোরচামারের ঢলাঢলি,
এখন দেখি আমীর-কুমির চায় সোনা
পলিকাদায় কেদোসোনা, আঠারোতেই আমার সই,
বিয়ের বয়স ক্যারেটে পাস।
আমাকে কে পায় গাধার ক্যারোট,
যেথায় গায়,
"সোনা সোনা সোনা লোকে বলে সোনা/সোনা নয় ততো খাঁটি/বলো যতো খাঁটি তার চেয়ে খাঁটি/বাংলাদেশের মাটি রে/আমার বাংলাদেশের মাটি"
১৯শে জুন ২০২৪।
কৃতজ্ঞতা: "সোনা সোনা সোনা... ", জনপ্রিয় দেশাত্মবোধক গান। কণ্ঠশিল্পী: শাহনাজ রহমাতুল্লাহ, গীতিকার ও সুরকার: আব্দুল লতিফ।