টান দিলে চেপে ধরে কর,
তন্তুগুলো প্যাঁচে প্যাঁচে কুন্ডলীতে চিপে দড়াদড়ি-
চিকনা থেকে ক্রমশ মোটা ভারী দড়ি...
ভারহীন নিজ ভারে ধীরে ধীরে জড়াজড়ি,
প্রেমে পেঁচিয়ে সম পক্ষ
মনেহয় দুখহারী অক্ষ- এশিয়ার ক্রোমোজম ফিতা
কেউ পানিতে ভিজায় আবে জমজম,
কারো বিশ্বাসে শুধু মর্ত্যলোকের যম,
বিস্মৃতি বা স্মৃতি হতে টেনে আনে আদি পিতা।
শীতল হেমন্তে হালকা-ই নড়চড়,
মনেহয় কারো বন পাহারায় শুয়ে থাকে অজগর..
১৯শে নভেম্বর ২০২৪
কর> হাত