একবার পরখে তেজে স্বর্গের সে স্বাদ-
মন ভেজে;
গেলেই হাটে
সেও হাঁটে...
বলি চাই আরেকবার
ইবলিশ হাঁটে কিনা সাথে-
চাই বিকল্প রুখতে মানবকূল;
আপেলের বংশ গুলিয়ে বাংলায় মাঠ বুনে আপেলকুল।
বসন্ত চলে গেলে
শেয়ার বাজারে আস্থা হারালে
বিশ্বকে বলে যাবে স্টক সীমিত কেবল গোলামীর হাটে।।
২৭শে মার্চ ২০২৪
প্রেক্ষাপট: কয়েকদিন আগে স্মার্টফোন কোম্পানি অ্যাপলের অসাধু আধিপত্যের বিরুদ্ধে বড় পরিসরে অ্যান্টিট্রাস্ট মামলা করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এ কারণে স্টক এক্সচেঞ্জে অ্যাপলের দাম বেশ পড়ে যাচ্ছে।