আন্দোলনে ছিলাম,
জিনগত সংস্কৃতিতে আছি;
কতদিন এভাবে যাবে - পদ্মাসেতুই জানে।

ত্যাগের সংস্কৃতিতেও ছিলাম;
যেমন, সাঈদ বিপ্লবী।

জীবনটা এখন কার হাতে-
"আল্লার মাল আল্লাহর হাতে"- এমনটা কি বলা চলে?
হলে হলে, ভাতের হোটেলে, জীবন বিক্রি হয়;
নয়া লাঠিয়াল শত্রু খুঁজে পায়, পাগল হলেও চলে!

আন্দোলন ও ত্যাগের নতুন মডেল,
অবশ্যই অর্ডার, নতুন মেডেলে দোকানী ব্যস্ত,
বেচাকেনা চলবে সমাজে, ব্যান্ডের তালে-
"আমরা কপট, আমরা শঠ- বিপ্লবে আনি স্বার্থের পট!"

২০শে সেপ্টেম্বর ২০২৪

কৃতজ্ঞতা: জনপ্রিয় অভিনেতা, আবৃত্তিকার, কবি গোলাম মোস্তফার জনপ্রিয় শিশুতোষ কবিতা ও গান, 'কিশোর'- "আমরা নতুন আমরা কুঁড়ি নিখিল বন নন্দনে"।