কানে বাজতে মাইকে ভাজতে বাতাস তোলপাড়,
তাড়িয়ে নিলে বিলপাড়- খুঁজি দেশপ্রেমী।

জাদুঘরে রক্তচোষা বাদুড়ের ঝাড়,
ঝুলে পেত্নী প্রেতাত্মারা - ভয় পেয়েছি!
তিন ক্লাসে পাশ দিয়ে,
ছ' ক্লাসে আধো ভুলে , ন' ক্লাসে ডাস্টবিন;
চাপ চাপ নিয়োগ খাতায় কাবাবী চপ প্রেম চিপে-
প্রেমিক কোথায় সে জন?

শুনতে যদি হয় কাউয়ারই ডাক-
আসল কাকের সাথে হোক সদ্ভাব;
প্রেম আপাতত এইটুকু থাক।

স্বদেশ-দেশ শুনি ও বলি, কথাকলি।
প্রেমিক খুঁজি না- আমিই প্রেমিক।

৫ই অক্টোবর ২০২৩