লাগ রে লাগ গেরো
রবি যার ছবি   নিংড়ে মুই কাশি
দারোগার শিশি  মুচলেকায় বেঁচে
পোস্টারে ঝোলা  বিলের ব্যাঙ কোলা
উল্টা জিবে টান  তলান তন্ত্র পুঁছে
লাভ ইস্টারে  ধর্ম নিয়ে পাঠ
বোজা সদরঘাট  ডাংগায় দে লাফ 
ইথারে আসে  বস্তিতে ভাসে
আমিই যে হিরো।।

১৩ই জুলাই ২০২৩