একদা এক রাতে
এভাবেই গল্প চলে
যাবে এক মেয়ে যেভাবে মেঘ চলে যায়
বৃষ্টি থামলে কাপড় গোছায় মা
আমদানি-রফতানি শুরু হয়ে যাবে
একদা এক রাতে
হারাবে সে ছেলে
হাই প্রেসারে ঘাম ঝরে, এসি চলে
মায়ের মন কি বলে- এভাবেই গল্প চলে।
কাপড় গোছায় মা, আমদানি-রফতানি শুরু হয়ে যাবে
নতুন কলোনি হবে, এভাবেই গল্প চলে।।
১২ই নভেম্বর ২০২১