করোনা,
পরে কত খলনা...
পার করে বিড়ম্বনা ডলারের হিংসা,
সংযমে খুঁজি
কোটরি কৌটা ছেড়ে সস্তার পলিপ্যাকে কফি কিনেছি
প্রিয় পানে নিজের সুরে জাগুক আত্মার কান্না...
অথবা, মেট্রিক কেজি বাদ পরিমাণে ওজনে
এক ঘড়া খোরমা বিলাই এই রমযানে আমার হিস্যা।।
২১শে মার্চ ২০২৪