আকাশটা আজ রাগ করেছে,
'মিধিলি', বিচক্ষণ ভদ্র সে সীতা,
কতবার বলেছে সংলাপে বসো।
বসেছি, বসি নি বা তেমন গা করিনি,
আমার বয়ে গেছে।
আমিই রাম হতে পারি বা রাবণের হাতে আজ সময়টা,
কতবার সতর্ক করে,
কতশত বার্তা আর বার্তাবাহক ভেতর-বাহির এলোগেলো।
আমিও ভুগে ভুগে ভোগের সংগ্রামী অভিজ্ঞতায় একনিষ্ঠ-
আমার বয়েই গেছে!
শুভ সকাল।
১৭ই নভেম্বর ২০২৩, শুক্রবার।
নোট: 'মিধিলি', বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ সৃষ্ট ঘূর্ণিঝড় আজ শুক্রবার উপকূলে হানা দিতে পারে।