সাগরের বিরহে চৈতী হাওয়ায়
দিকে দিকে ফাগুনের আগুনে পুড়ে
জলজ দেশটি প্রেম চেয়ে দয়ালের ভিখ মাগে-
"আল্লাহ মেঘ দে ,পানি দে ,ছায়া দে রে তুই.. আল্লাহ মেঘ দে।"
কৃতজ্ঞতা: বাংলার বরেণ্য সংগীত শিল্পী আব্বাস উদ্দীন আহমদ এর গাওয়া পল্লী বাংলার নাম না জানা কবির লোকসংগীত।
৬ই মার্চ ২০২৩, ২১শে ফাল্গুন ১৪২৯