ছেড়ে যাবে প্রাচীরের বন্ধনী,
সুযোগ সন্ধানী, লম্বা গিটে তার বন্ধনী।
পলিতেও নোংগর গাড়ে,
কে টানিবে তোমারে, না বাঁধিলে বন্ধনী।
কলেমার দল জালে ধরে জলে জলে করে পাচার, বন্ধনীতে মায়ানমার।
আছো থেকো বেশ;
অজগর চরে গোটা বিশ্বদেশ।
হিন্দুকুশ হয়ে মালভূমি,
ওমান হয়ে অফ্রিকায়, নতুন দূর্গের হাতছানি।
কবুল বলো ব্যবসায়, চলো বেঁধে চলো।
একসাথে চলো
এক অঞ্চল এক পথ ভুলো,
নানা মুনির নানা মত, অজগর মাড়ায় গোটা বিশ্বপথ।
অবরোধ, অবরোধ!
ঠেকাও প্রাচীর যে যার! ভাংবে কোন গান পাউডার!
ফিরে যদি সম্বিত, গাইবে কি আলিবাবার গীত,
বদলে যাবে কি আচার, এ-ই কি হবে আজকের সমাচার?
বিশ্বাস যদি হয় রফতানি,
মশালে মশাল জ্বলে,
উল্টো স্রোতে চলে ঢেউয়ের তালে তালে নবজাগরণ,
চলবে মানবের বিচরণ, ইব্রাহীমের সুলতানি।।
নড়াইল, ১০ই জানুয়ারি ২০২২