১.
শাসকের দিকে সময় ছুঁড়ে অতিষ্ঠ জুতা;
নীচে পড়লে মাটিতে- পায়ে পায়ে মিতা,
এবং, যে পারে বেঁধে নেয় ফিতা।

২.
উপকূলে আমিষের ঘের, লোনা চলে উজানে,
কোরাল মাছ মিঠা খেয়ে ভেটকি;
মানুষের ঘের, মানুষের আহারে জানা যায় জাতটা কী।

১লা অক্টোবর ২০২৪