মৃত্যু, শত্রু...শব্দগুলো গা-সওয়া,
শিরোনামে ভাসে না।

অসহায়ের ঝরে যাওয়া বা আহত-
যেমন, ফিলিস্তিন, গাজা, ইউক্রেন...হতা..হত..
অনেকটাই ভোরের শিউলির মতো করুণা আর শুভ্রতায় সুবাসিত;
আহারে বলা!
আর মনে হয় আতরের গন্ধে প্রভুকে স্মরণ। 

তবে, আজকের শিরোনাম জমকালো-
মার দেওয়া।
যদিও মার খাওয়ার সংখ্যা অনেক ;
কাগজের লোক, পাঠক ভদ্রলোক- খবরে সবার আগ্রহ ব্যপক।

আজ, শিউলির দিন নয়!

শুভ সকাল।

৯ অক্টোবর ২০২৩