কুকুরের ঘেউ ডাকে বাতাস কাঁপে কেনো
কবি কাঁপে কেনো
ভয়ে কাঁপে বিল..ঘু ঘু.. খোকা ফিরে আয়
আঁচলের গিঁটে হাত.. কি হারালে মা
অবুঝ কিশোরী মেঘ পানে চায়
শোল টাকি অনশনে
ছোট্ট গিট্টু মত্ত তার খেলায়
ভয়ে কাঁপে বিল..ঘু ঘু.. খোকা ফিরে আয়
রাজপথে আন্ধার.. কালো মেঘ সরে যা
কান খাড়া দিয়ে পানার শিকড়ে নিষ্পলক কই
চিঁড়ে মুড়ির সই আবার কবে দেখা হবে
যেতে হবে দূরে..ও-ই দূরে দিগন্তের ধারে
কাল সকাল হলে দয়াল
পথ টানো
বাবলার কাঁটাগাছ রইলো পড়ে
খোকা ফিরে আয়.. যেতে যে হবে.. কেনো ঘুঘু ডাকে
কুকুরটা ফিরে যাবে সাঁকো পার হলে
লাল টুকটুকে দেখবো কালবেলা গোধূলির আগে..

১১ই জুন ২০২৩