কবি সম্মিলনে,২০শে ফেব্রুয়ারি ২০২৩, শেষ বেলা অংশগ্রহণ করেছি। ভারত থেকে আগত কবিদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। ঢাকার বাইরের থেকে অনেক কবি ট্রাফিক জ্যামের ভোগান্তি নিয়ে প্রাণের টানে এসেছেন। এসব দেখে খুব ভালো লাগলো।
স্মারক মেডেল, ক্রেস্ট, মধ্যাহ্ন ভোজন, পিঠা ও অন্যান্য স্নাকস আয়োজন- এতো স্বল্প বাজেটে সম্পন্ন হয়েছে দেখে অবাকই হলাম।
কবি ও আয়োজক কবির হুমায়ুন ভাই, কবি মুকুল সরকার, কবি মো: আব্দুল লতিফ রিপন, কবি রেজাউল করিম সোহাগ, কবি এম. মাহবুব মুকুল, কবি এম নাজমুল হাসান, কবি কবি মো:খবির উদ্দিনের সাথে প্রাণবন্ত আড্ডা হলো।
কঠিন অংশটি ছিলো কবিতা পাঠ ও স্টেজে বসা। হুমায়ুন ভাই এর সহযোগিতায় এই অংশটা তাড়াতাড়ি সেরে আড্ডায় বেশি সময় পেয়েছি।
হুমায়ুন ভাই ও যাঁরা এই অনুষ্ঠান আয়োজনে কাজ করেছেন - সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। যাঁরা থাকতে না পেরেও দূর থেকে আর্থিক সহায়তা ও শুভেচছা জানিয়েছেন- সবাইকে ধন্যবাদ।
কবি ও কবিতার জয় হোক।
মোহাম্মদ খায়রুল কাদির
২২শে ফেব্রুয়ারি ২০২৩